চন্দ্রকোনার নবকুঞ্জ মেলা স্থগিত হয়ে গেল কোরোনার কারণে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মেলায় প্রচুর জনসমাগম হতে পারে এই আশংকায় স্থগিত রাখা হল চন্দ্রকোনার প্রাচীন ঐতিহ্যর নবকুঞ্জ মেলা ৷ মেলা কর্তৃপক্ষ সরকারের নির্দেশ মেনে আপাতত ভিড় এড়িয়ে চলার কথা মাথায় রেখেই এই ফতোয়া জারি করছেন৷ যদিও এই বিষয়ে এখনও কিছু জানান হয়নি জেলা প্রশাসনকে৷বাংলা ১৩৫৭ সাল থেকে চন্দ্রকোনার নবকুঞ্জ মেলা চলে আসছে চলে আসছে৷ ন’দিন ব্যাপী এই মেলা চলে চন্দ্রকোনা পৌরসভার ৫ নং ওয়ার্ডে৷ এই মেলার সাথে যুক্ত হিন্দু- মুসলমান সহ সব সম্প্রদায়ের মানুষজন৷ তাই এই মেলাকে এলাকার লোকজন সম্প্রীতির মেলা বলেন ৷ এই সম্প্রীতির মেলাতেই বাধ সাধলো covid – 19l৷ মেলা কমিটির পক্ষ থেকে জানান হয় , চন্দ্রকোনার প্রাচীন ঐতিহ্যর নবকুঞ্জ মেলা স্থগিত করা হলো কোরোনা ভাইরাসের জেরে জনসমাগম এড়াতে৷ মেলা কমিটির বৈঠকে নিজেরাই সিদ্ধান্ত নেন মেলা আপাতত স্থগিত রাখার জন্য৷ এই বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে প্রশাসনকেও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *