সাড়ে ৩০০ কোটি টাকা দিয়ে ঢেলে সাজানো হবে দমকল বিভাগকে, উত্তরকন্যাতে এসে এমনটাই জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : দমকল বিভাগের আধুনিকীকরণ হবে, ঢেলে সাজানো হবে দমকল বিভাগকে। শিলিগুড়ির উত্তরকন্যা এসে ঠিক এমনটাই বার্তা দিলেন পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী শ্রী সুজিত বসু। তিনি জানালেন পশ্চিমবঙ্গ সরকার এবারের একেবারে নতুনভাবে চিন্তা-ভাবনা করছে দমকল বিভাগের জন্য, কারণ দমকল হল সবচাইতে জরুরী পরিষেবার মধ্য অন্যতম, এখানে দমকল কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে রক্ষা করার কাজে নেমে পড়েন। তারা যদি না থাকতেন তবে কি হতো সেটা ভেবেই শঙ্কা লাগে। আমাদের কাজ হল তাদের সুরক্ষার ব্যবস্থা করা, আর সুরক্ষা দিতে গেলেই লাগবে টাকা। তাই আগামীদিনে দমকল ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আমরা এই পরিকল্পনা নিয়েছি জানালেন সুজিত বসু।

এদিন তিনি আরোও তিনি আরো জানালেন উত্তরবঙ্গের জন্য ভাবা হচ্ছে, শিলিগুড়ির উত্তর কন্যাতে তিনি জানালেন উত্তরবঙ্গে ও পরিশ্রমী দমকল কর্মী আছেন, যারা খবর পেলেই কোন কিছু না ভেবে মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েন। তাই আমরা চাইছি, সবার উপকার করতে, আমাদের এই টাকা ব্যয় হলে ডোমকল কর্মীদের বিভিন্নভাবে উপকার হবে। শুধু একবারই নয় আমরা ভবিষ্যতেও দমকল কর্মীদের পাশে থাকব। জানালেন সুজিত বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *