কলকাতার ইস্কন কতৃপক্ষ মেনে নিচ্ছে না বাংলাদেশে চিন্ময় দাসের গ্রেফতারির ঘটনা
বেস্ট কলকাতা নিউজ : বাংলাদেশের ঘটনায় নতুন করে শুরু হয়েছে প্রতিবাদ। সোমবার বাংলাদেশে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে সেই দেশের ইসকনের অন্যতম সদস্য চিন্ময়কৃষ্ণ দাসকে। সেই ঘটনার প্রতিবাদে আজ, মঙ্গলবার মুখ খুললেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমণ দাস। তিনি জানান, বাংলাদেশে হিন্দুরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছে। তার মধ্যে এভাবে চিন্ময় দাসকে গ্রেফতার করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন তিনি।
রাধা রমণ দাস বলেন, “বাংলাদেশে যেভাবে ভারতীয় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল, মহিলাদের অপহরণ করা হচ্ছিল, সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস। অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। তিনি আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন। তাই বাংলাদেশের পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।”এই গ্রেফতারি যে মেনে নেওয়া হবে না, তা স্পষ্ট করে দিয়েছে ইসকন-এর কলকাতা শাখা। ভাইস প্রেসিডেন্ট জানান, এই ঘটনায় ইতিমধ্যেই বিশ্ব জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রতিবাদ। কলকাতাতেও চিন্ময় দাসের গ্রেফতারির প্রতিবাদ জানানো হবে, নিঃশর্ত মুক্তির দাবিতে কর্মসূচিও খুব শীঘ্রই নেওয়া হবে বলে জানিয়েছেন রাধারমণ দাস।