চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে শিলিগুড়িতে মিছিল করলো সাধুরা
শিলিগুড়ি : চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনায় অবশেষে শিলিগুড়িতে প্রতিবাদ হিসাবে ছড়িয়ে পড়ল সাধুদের মিছিল। বাংলাদেশের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে এদিন সাধুরা এক বিশাল মিছিলও করে শহর শিলিগুড়িতে। মিছিল টি শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে শুরু হয়ে এইচডি অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি এবং তার আশেপাশে থেকে আসা সাধুরা। তাদের একটাই বক্তব্য বাংলাদেশের সরকার অন্যায় ভাবে আটকে রেখেছে চিন্ময় দাস কে। যিনি কি না একেবারেই নির্দোষ। তিনি শুধু প্রতিবাদ করেছিলেন, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে বলে দাবি করেন ওই সাধুরা। সাধুরা এদিন এও জানান এইভাবে কাউকে আটকে রাখতে পারেনা কোন দেশের সরকার। তাই তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে সাধুরা।