শিলিগুড়ির গর্ব দেবরাজ বন্দোপাধ্যায়কে বিশেষ সম্বর্ধনা দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ
শিলিগুড়ি : স্কুল টেবিল টেনিসে সেরা হয়ে সোনা জিতেছে শিলিগুড়ির ভারতনগরের বাসিন্দা দেবরাজ বন্দোপাধ্যায়। তাকে সম্বর্ধনা দিতে তার বাড়ি গেলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ এম এম আই সি মানিক দে এবং শিলিগুড়ি পুরসভার কয়েকজন কাউন্সিলর। গত সপ্তাহে এই শিরোপা পায় দেবরাজ। বছর ১৫ দেবরাজ ফাইনালে হারায় কেরালার একজন প্রতিযোগি কে। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল কটক এ।
এমনকি বরাবরই টেবিল টেনিসের অন্ধভক্ত সে। তার প্রিয় খেলোয়ার পিট সম্প্রস, এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বড় হয়ে বাংলা এবং ভারতের মান উজ্জল করতে চাই আমি এমনটাই জানাল দেবরাজ। দেবরাজ আরো জানায় তার বাবা সৌরভ বন্দ্যোপাধ্যায়, মা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় দাদা অরূপ বন্দ্যোপাধ্যায় এবং বৌদি সৃজা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ তাকে উৎসাহ দিয়ে গেছেন। আর তার পাশে ছিল তার শিক্ষক এবং বন্ধুরা। দেবরাজ আপাতত জানিয়েছে পড়াশোনা এবং খেলাধুলা একই সাথে চালিয়ে যেতে চায় সে। তার কোন সমস্যা হচ্ছে না। কারণ টেবিল টেনিস যে তার স্বপ্ন, ভারতকে অনেক গৌরব এনে দিতে বদ্ধপরিকর দেবরাজ। জেলা সভাপতি পাপিয়া ঘোষ এদিন জানান দেবরাজ শুধুমাত্র শিলিগুড়ির নয় বাংলা এবং ভারতের মুখ ও উজ্জ্বল করেছে। তাই ওর অনেক অনেক অভিনন্দন প্রাপ্য। আমরা ওর সাফল্য কামনা করছি ভবিষ্যতের জন্য।