অবশেষে পাহাড়ের দরজা খুলে গেল পর্যটকদের জন্য!‌ রাজ্য অনুমতি দিল হোটে‌ল রেস্তোরাঁ খোলার জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে খুশির খবর ভ্রমণপিপাসু এবং পর্যটকদের জন্য।‌ রাজ্য সরকার অনুমতি দিলেন পাহাড়ে হোটেল এবং রেস্তোরাঁ খোলার ব্যাপারে। তবে যে সব এলাকা কন্টেনমেন্ট জোনের আওতাভুক্ত বা করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে জানানো হয়েছে সে সব এলাকায় কোনও হোটেল বা রেস্তোরাঁ আপাতত খোলা যাবে না বলেও।

এই প্রসঙ্গে দার্জিলিংয়ের জেলাশাসক এস পুলমবালন, এ সংক্রান্ত একটি নির্দেশিকাও পাঠানো হয়েছে দার্জিলিং হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতিকেও। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, দার্জিলিং, মিরিক, কার্শিয়াংয়ের হোটেল, রেস্তোরাঁগুলি খোলা যাবে সঠিক সামাজিক দূরত্ব বজায় রেখে এবং নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনেই। তবে আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে কন্টেনমেন্ট জোনের মধ্যে থাকা হোটেল, রেস্তোরাঁগুলিকে।এছাড়াও জিটিএ চেয়ারম্যান অনীত থাপা, জিটিএ–র প্রধান সচিব ও দার্জিলিংয়ের পুলিশ সুপারকেও পাঠানো হয়েছে নির্দেশিকার একটি কপি। একইসঙ্গে একই নির্দেশিকা দেওয়া হয়েছে সদর, কার্শিয়াং ও মিরিকের মহকুমা দফতরেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *