চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ , ব্যাপক উত্তেজনা ছড়ালো তেহট্ট মহকুমা হাসপাতালে
বেস্ট কলকাতা নিউজ : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা উত্তেজনা তেহট্ট মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, মৃতের নাম আহমদ দফাদার।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল শুক্রবার সকালে শ্বাসকষ্ট নিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হন হাঁটরা গ্রামের বাসিন্দা আহমদ দফাদার। পরিবারের দাবি, হাসপাতালে ভর্তির সময় শারীরিক অবস্থা খুব খারাপ ছিল না।
অভিযোগ, হাসপাতালে ভর্তির পর হঠাৎ করেই আরও বেশি অসুস্থতা বোধ করতে থাকেন আহমদ। অভিযোগ সেই সময় পরিবারের লোকজন নার্স বা চিকিৎসককে একাধিকবার ডাকেন। কিন্তু তাঁরা কেউই গুরুত্ব দিয়ে বিষয়টি দেখেননি বলে অভিযোগ পরিবারের। এর কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। এদিকে মৃতের পরিবারের দাবি, চিকিৎসকদের গাফিলতিতেই মৃত্যু হয়েছে আহমদের। মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে উপস্থিত হন পরিবারের লোকজন। চিকিৎসায় গাফিলতির অভিযোগ পেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিশ।