আপাতত বাংলাদেশের পর্যটকদের তাদের হোটেলে থাকতে দেওয়া হবে না, এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালো শিলিগুড়ি হোটেলওনার্স অ্যাসোসিয়েশন
শিলিগুড়ি : আপাতত শিলিগুড়ি থেকে বন্ধ হয়ে গেল, বাংলাদেশের মানুষের হোটেলে থাকার ব্যবস্থা। এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্ত জানিয়েছে শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। এসোসিয়েশনের পক্ষ থেকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, এবং যেভাবে আমাদের দেশে জাতীয় পতাকাকে অপমান করা হচ্ছে, যেভাবে বাংলাদেশে থাকা হিন্দুদের উপরে অকথ্য অত্যাচার করা হচ্ছে, তাদের শারীরিক এবং মানসিক দিক দিয়ে সম্পূর্ণ বিধ্বস্ত করে দেওয়া হচ্ছে, এর উপরে আর কোন কথাই হবে না। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিককে শিলিগুড়িতে হোটেলে থাকতে দেওয়া হবে না।
আরও জানা গেছে হোটেল এসোসিয়েশন এও সিদ্ধান্ত নিয়েছে যেসব বাংলাদেশী নাগরিকেরা শিলিগুড়ি এবং পাহাড়ে এসেছেন এবং হোটেলে আছেন, তাদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে, হোটেল ছেড়ে ফিরে যাওয়ার জন্য। শিলিগুড়ি হোটেল মালিকদের সংগঠন এও বলেন আমরা তাদের উপর কোন মানসিক চাপ সৃষ্টি করতে চাই না, কিন্তু আমরা কোন বিতর্কও চাই না। এদিন সাংবাদিকদের জানানো হয় এখনও পর্যন্ত বাংলাদেশী নাগরিকদের সাথে, কোন ধরনের খারাপ ব্যবহার বা চাপ সৃষ্টি করা হয়নি, কিন্তু পরিস্থিতি যেভাবে দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে, তাতে মনে করা হচ্ছে এই ধরনের ব্যবহার আর বেশি দিন ধরে রাখা যাবে না, কারণ যেখানে দেশের স্বার্থ সবার আগে, তাই আমরা অনুরোধ করছি, বাংলাদেশী পর্যটকদের তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব নিজের দেশে ফিরে যান, এতে লাভ হবে সবারই। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার আসুন, তাতে আমাদের কোন সমস্যা নেই বলেও এদিন জানায় শিলিগুড়ির হোটেল মালিক সংগঠনগুলি।