এবার শহর শিলিগুড়িকে গর্বিত করলেন বিশিষ্ট বাস্কেটবলার গোবিন্দ শর্মা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : 3*3 বাস্কেটবল প্রতিযোগিতায় শিলিগুড়িকে গর্বিত করলেন শিলিগুড়ি ছেলে গোবিন্দ শর্মা। বরাবর বাস্কেট বলের ভক্ত গোবিন্দ শর্মা শিলিগুড়িতেই জন্মেছেন। তার বাবা একজন ব্যবসায়ী। ছোটবেলা থেকেই বাস্কেট বলের প্রতি প্রচন্ড আগ্রহ ছিল গোবিন্দ শর্মার। শিলিগুড়িতে সেভাবে বাস্কেটবলের পরিকাঠামো নেই সেই কারণে কলকাতায় চলে যান তিনি। এখান থেকেই সুযোগ পেয়ে যান একের পর এক জায়গায়। সুঠাম স্বাস্থ্য এবং সুবলের অধিকারী গোবিন্দ শর্মা একের পর এক প্রতিযোগিতায় বাস্কেটবলে দৃষ্টি আকর্ষণ করেছেন সকলের। তিনি তার ক্রীড়া শৈলির মধ্য দিয়ে তাক লাগিয়েছেন বিশ্বের দরবারে।

এদিকে ইউরোপের বহু জায়গা তিনি খেলেছেন এবং প্রতিনিধিত্ব করেছেন। তিনি জানিয়েছেন তার স্বপ্ন ধ্যান জ্ঞান জ্ঞান সবই বাস্কেটবল। এবং অবসরের পর তিনি বাস্কেট বলের সাথেই থেকে যেতে চান। তিনি এও জানিয়েছেন শিলিগুড়িতে সেভাবে পরিকাঠামো নেই বাস্কেটবলের, তাই তার কোচিং সেন্টার তিনি বাইরেই রাখতে চান। ভবিষ্যতে শিলিগুড়ি থেকে বহু খেলোয়াড় উঠে আসবে বলেও বেশ আশাবাদী তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *