নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের বাড়বাড়ন্ত আটকাতে পুরনিগমের জোরদার অভিযান শিলিগুড়ি শহরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ধারাবাহিক অভিযান কর্মসূচি বন্ধ রয়েছে লকডাউনের কারণে। এই সুযোগেই ফের নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ এর ব্যবহার রমরমিয়ে চলছে শিলিগুড়িতে। পাড়ার ছোট দোকানগুলিতে তো বটেই এমনকি নজরে আসছে প্রধান প্রধান বাজারগুলিতে যথেচ্ছ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহারও। নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ আবার ফিরে এসেছে, এই অভিযোগ পেয়ে শিলিগুড়ি পুরনিগমের একটি দল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে বিধান মার্কেটের ফল ও সবজি বাজারে অভিযান চালাল দীর্ঘ ছয় মাস পর। বাজেয়াপ্ত করা হল এমনকি কয়েক কেজি ক্যারিব্যাগও। তবে স্থানীয়দের একরাশ ক্ষোভ পুরনিগমের এই অভিযান নিয়েও। তাঁদের অভিযোগ, হঠাৎ এমন অভিযানে লাভের লাভ কিছুই হবে না। অবৈধ প্লাস্টিক ক্যারিব্যাগের এমন বাড়বাড়ন্ত পুরনিগমের ধারাবাহিক অভিযান না চালানোর জন্যই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *