শিলিগুড়িতে উদ্ধার হল মা ও ছেলের মৃতদেহ , ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়
শিলিগুড়ি : এক মা ও ছেলের রহস্যমৃত্যুর ঘটনা শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপে। বাংলোয় ঘর থেকে উদ্ধার হল দুইজনের মৃতদেহ। সকালে দুইজনকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। পরে নার্সিংহোমে নিয়ে গেলে দুইজনকে মৃত বলে জানায় ডাক্তার। জানা গেছে মৃত মহিলার নাম তিথি দাস ও আট বছরের শিশুর নাম তেজস দাস। ২০১৮ সাল থেকে উত্তরায়ণে বাংলোতে থাকেন ব্যবসায়ী সুজিত দাস ও তাঁর পরিবার। বুধবার রাতে ব্যবসায়ী বাইরে কাজে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে বাংলোয় বেডরুম থেকে ব্যবসায়ীর স্ত্রী ও ছেলের দেহ পাওয়া যায়। অসুস্থ অবস্থায় তাঁর মেয়েকে পাওয়া যায়। তিনজনকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে দুইজনকে মৃত বলে জানান ডাক্তার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এদিকে এলাকার স্থানীয় মানুষজন জানান গোটা ব্যাপারটিকে লুকানোর চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে এর তদন্ত করা উচিত।