শিয়ালদহ স্টেশনে ৩ জন আটক রোহিঙ্গা সন্দেহে, উদ্বেগ ক্রমশ বাড়ছে দিল্লি যোগের কথা বলতেই
বেস্ট কলকাতা নিউজ : ফের রোহিঙ্গা সন্দেহে কলকাতায় আটক মায়ানমারের তিন বাসিন্দা। শিয়ালদহ স্টেশন থেকে আটক করল জিআরপি। কোনও পরিচয়পত্র ও পাসপোর্ট ছাড়াই ভারতে ঢোকার অভিযোগ। ২০ হাজার টাকার বিনিময়ে বেআইনিভাবে ভারতে ঢোকে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে শিয়ালদহ স্টেশনে এক ব্যক্তি-সহ দুই মহিলার গিতিবিধি দেখে সন্দেহ হয় টিকিট চেকারের।
পরিচয়পত্র দেখতে চাইলেই সবটা সামনে চলে আসে। কোথায় যাচ্ছেন জানতে চাইলেও সঠিক উত্তর পাওয়া যায়নি। সন্তোষজনক উত্তর না মেলায় সন্দেহ আরও বাড়তে থাকে। এরইমধ্যে খবর চলে যায় রেল পুলিশের কাছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই ধৃত ব্যক্তি জানান তার নাম আব্দুল রহমান। তাঁর সঙ্গে যে মহিলারা আছেন তাঁরা তাঁর পরিবারেরই সদস্য বলে জানান ধৃত ওই ব্যক্তি। এমনকি স্পষ্টতই জানান, তাঁরা মায়ানমার থেকে ভারতে প্রবেশ করেছেন। পাসপোর্ট না থাকার কারণে ২০ হাজার টাকা দিয়েই ঢুকেছেন ভারতে। কিন্তু, আসলেই কোন উদ্দেশ্যে এপারে এসেছেন তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। এদিকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।
আব্দুলদের দলে আর কেউ আছে কিনা তা বোঝার চেষ্টা করছে পুলিশ। কোনও চক্রের সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে । আদৌও রোহিঙ্গা কিনা সে বিষয়েও চলছে তদন্ত। ইতিমধ্যেই একটি ভিডিয়ো সামনে এসেছে। তাতে আব্দুলকে বলতে শোনা যাচ্ছে দিল্লিতে তাঁর কিছু পরিচত রয়েছে। তাঁরা সেখানে মজদুরের কাজ করেন। তাঁর একথার সত্যতাও যাচাইয়ের চেষ্টা করে পুলিশ।