মধ্যমগ্রাম রবীন্দ্র মুক্ত মঞ্চে বিনা পয়সায় মানবিক সবজি বাজার
বেস্ট কলকাতা নিউজ : গোটা বিশ্ব তথা মধ্যমগ্রাম যখন করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত ঠিক তখনই মধ্যমগ্রামের ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো কিছু মানুষ বেরিয়ে পড়ল গোটা মধ্যমগ্রাম জুড়ে মাস্ক এবং শাবান বিলি করতে۔۔۔এর পরেই এল লকডাউন পরিস্থিতি যেখানে বহু মানুষ কর্মহীন হয়ে পড়ায় টান পরল দু’মুঠো অন্নের যোগানে আবারো ত্রাতা হয়ে দেখা দিল সেই মানুষগুলো যাদের বদ অভ্যাস মানুষের সেবা করা,
তারাই তিন দফায় মধ্যমগ্রামের নিরন্ন বহু মানুষের হাতে তুলে দিলো চাল ডাল তেল নুন আলু পিয়াজ ডিম ইত্যাদি۔۔۔তারপরে সরকার এবং বিভিন্ন সংগঠনের আনুকূল্যে বহু মানুষের হাতে পৌঁছে গেল চাল-ডাল কিন্তু কাঁচা আনাজ তাতো এখনো পৌঁছায়নি !!শুরু হলো সেই অদম্য মানসিকতার কিছু মানুষের নতুন পথ চলা সঙ্গে তারা পেয়ে গেল বাগধারার ঠিক কিছু সমগোত্রীয় কিছু সদস্যদের মধ্যমগ্রাম রবীন্দ্র মুক্ত মঞ্চে তারা বিনে পয়সায় মানবতার সবজি বাজার বসিয়ে বহু মানুষের হাতে তুলে দিলো কাঁচা আনাজ۔۔۔এখন অপেক্ষা আর কিভাবে এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে পারে তার খোঁজ