পর্যটন এর উন্নয়ন এর স্বার্থে আলিপুরদুয়ারে বিশেষ বৈঠক মেয়র গৌতম দেবের
আলিপুরদুয়ার : পর্যটনের ব্যপক উন্নয়নের লক্ষ্যে আলিপুরদুয়ার জেলার জয়গাঁও উন্নয়ন কর্তৃপক্ষের পদাধিকারিকদের সাথে বৈঠক অনুষ্ঠিত হলো জয়গাঁও উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়তে। মেয়র গৌতম দেব কে সংবর্ধনা দিলেন জয়গাঁ উন্নয়ন পর্ষদের বিশিষ্ট আধিকারিকেরা। প্রায় দেড় ঘন্টা ধরে চলা এই বৈঠকে, আলিপুরদুয়ারে পর্যটনের সম্ভাবনা এবং আগামী দিনে কি কি করনীয় সেটা নিয়ে এক প্রস্থ আলোচনা করা হয়। মেয়র গৌতম দেব এদিন জানান উত্তরবঙ্গ মানে পর্যটন, উত্তরবঙ্গের আমাচে -কানাচে ঘিরে পর্যটনের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ আলোচনা করা হল। তবে শুধু পাহাড়ই নয় উত্তরবঙ্গের পর্যটন বলতে সমতলের অনেক জায়গাকে যে বোঝানো হয় সেটাই আমরা প্রমাণ করে দিতে চাই। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, যেকোনো শহরের সৌন্দর্যকে টেক্কা দিয়ে যাবে। তাই আমরা চেষ্টা করছি , সমতলের ক্ষেত্রেও যাতে পর্যটকরা সমানভাবে আকর্ষিত হয়।