শিলিগুড়িতে এই প্রথমবার শুরু হল রাজ্য খো খো প্রতিযোগিতা, এমনকি অন্তর্ভুক্ত হল ইস্টবেঙ্গল ক্লাবের নামও
শিলিগুড়ি : শিলিগুড়ি থেকে শুরু হল , রাজ্য খো খো প্রতিযোগিতা । এই প্রতিযোগিতা এই প্রথমবার অনুষ্ঠিত হলো শিলিগুড়িতে। শিলিগুড়ির কলেজ পাড়াতে এই অনুষ্ঠানের অথবা বলা যেতে পারে এই প্রতিযোগিতার সূচনা হল। এবারের এই প্রতিযোগিতায় বিশেষ আকর্ষণ ছিল, কলকাতার অন্যতম বিখ্যাত ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবের অন্তর্ভুক্তি। উৎসাহী দর্শকেরা উপস্থিত ছিলেন এই প্রতিযোগিতা দেখতে। এই প্রতিযোগিতা চলে ২৩ শে জানুয়ারি পর্যন্ত। প্রচুর মানুষ এদিন উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠান দেখতে। ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে উপস্থিত ছিলেন তাদের কর্মকর্তারাও।