হায়দরাবাদ থেকে বাংলাদেশ যাওয়ার ছক, ৪ রোহিঙ্গা নাগরিক পুলিশের হাতে গ্রেফতার হল হাওড়া স্টেশন থেকে
বেস্ট কলকাতা নিউজ : অনুপ্রবেশ ইস্যুতে একদিকে কড়া বিএসএফ। আবার অন্যদিকে বিশেষ তৎপর রাজ্য পুলিশও। আর এবার হায়দরাবাদ থেকে বাংলাদেশ যাওয়ার পথে গ্রেফতার এক নাবালক সহ চার বাংলাদেশি রোহিঙ্গা। রবিবার বিকেলে হাওড়ার সাঁতরাগাছি রেলস্টেশনের চার ও পাঁচ নম্বর প্লাটফর্ম থেকে তাদের গ্রেফতার করে রেল পুলিশ।
এদিকে পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মহম্মদ আলম (২৩), রিয়াসুল ইসলাম (২০), বেগম দিলবার (৩৪) ও রবিউল ইসলাম (১৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মায়ানমার থেকে দীর্ঘদিন আগে এরা বাংলাদেশে এসেছিল। সেখানেই একটি রিফিউজি ক্যাম্পে ছিল তারা। এরপর গত বছরের শেষের দিকে কাগজপত্র ছাড়াই চোরাপথে ভারতে ঢুকে হায়দরাবাদে চলে যায় বলে অভিযোগ। সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করত এই চারজন। তবে হায়দরাবাদে কিছু সমস্যা হওয়ায় এরা ফের বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। জানা গেছে রবিবার সাঁতরাগাছি স্টেশনে আসে চারজনের দলটি। ভিড়ের মাঝে চারজন কে দেখে সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে জিআরপি। তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র না মেলায় অবশেষে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। ধৃতদের এদিন হাওড়া জেলা আদালতেও তোলা হয়।