পায়ে শিকল বেঁধে’ ট্রাম্প ফেরাচ্ছে ভারতীয় নাগরিকদের দের ! মোদীকে কাঠগড়ায় টেনে সংসদে জোরালো প্রতিবাদে নামলো রাহুল গান্ধী সহ কংগেস নেতারা
বেস্ট কলকাতা নিউজ : ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারী অবৈধ অভিবাসীদের গতকাল ভারতে ফেরাল ট্রাম্পের প্রশাসন। মার্কিন সেনাবাহিনীর বিমান সি-১৭ চেপে দেশে ফেরানো হল তাদের। গতকালই মোট ১০৪ জন অভিবাসীদের নিয়ে অমৃতসর বিমানবন্দরে নেমেছে সেই সেনাবাহিনীর বিমানটি। এদিকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সংসদে সুর চড়াল বিরোধী শিবির। গোটা প্রক্রিয়াটিকে ‘অমানবিক’ বলে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে তারা। এমনকি, এই ‘অমানবিক’ ঘটনার বিরুদ্ধে কোনও রকম প্রতিবাদ তো দূর একটা বাক্যেও কাটেনি কেন্দ্র সরকার, দাবি বিরোধীদের।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)
এদিন দফায় দফায় মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভা। গত ৩১ জানুয়ারি থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। আর প্রথম দিন থেকেই বিতর্ক যেন ঘিরে ধরেছে দেশের এই অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠানকে। রাষ্ট্রপতিকে ‘অবমাননা’ নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে সুর চড়িয়েছিল পদ্ম শিবির। এবার পাল্টা ‘হামলা’ কংগ্রেসের। মোদীর ‘বন্ধু’ ট্রাম্পের অভিবাসীদের প্রত্যাপর্ণের ঘটনাকে কেন্দ্র করে সংসদ চত্বরে বিক্ষোভে কংগ্রেস।
আমেরিকা থেকে সেনা বিমানে ফিরেছে সেদেশে বসবসকারী অবৈধ ভারতীয় অভিবাসীরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াজুড়ে ভাইরাল হয়েছে ভিডিয়ো। তাতে (সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা) দেখা গিয়েছে, পায়ে শিকল ও হাতে হাতকড়ি পরিয়ে নিয়ে আসা হয় সেই অভিবাসীদের। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে তুমুল বিক্ষোভে সামিল হয় কংগ্রেস নেতৃত্ব। তাদের আরোও অভিযোগ, ‘এই ঘটনা সম্পূর্ণভাবে অমানবিক। তাদের হাতে হাতকড়ি, পায়ে শিকল পরানো ছিল। যা সমস্ত ভারতীয়দের জন্য অপমানজনক একটি ঘটনা। আর এরপরেও চুপ রয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি, একটা রাও কাটেনি বিদেশমন্ত্রক।’