ভোট এলেই শুরু দান-খয়রাতি! ‘আমরা কি পরজীবী তৈরি করছি’?এমনি বিস্ফোরক প্রশ্ন তুললো সুপ্রিম কোর্ট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা! স্রেফ বিনামূল্যে বিদ্যুত্‍ বা রেশন নয়, হাতে হাতে নগদ টাকা দেওয়ার ঘোষণা করে রাজনৈতিক দলগুলি। ‘আমরা কি একশ্রেণির পরজীবী তৈরি করছি না’? এবার অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।গতকাল বুধবার সুপ্রিম কোর্টে শহরাঞ্চলের রাতের আশ্রয় সংক্রান্ত একটি মামলা শুনানি চলছিল বিচারপতি গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জের বেঞ্চ। শুনানিতে অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমনী বলেন, শহরে দ্রারিদ্য দূরীকরণের চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। গৃহহীনদের আশ্রয়-সহ বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কাজ চলছে। আর তাতেই অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত।

বিচারপতি গাভাই বলেন, ‘ভোট এলেই বিনামূল্য় রেশন, টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। দুর্ভাগ্যবশত এসবের জন্য মানুষ কাজ করতে চান না। বিনামূল্যে রেশন পেয়ে যাচ্ছেন। কাজ না করেও বেতন পেয়ে যাচ্ছেন’। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘আপনাদের চিন্তাভাবনার আমরা প্রশংসা করি। কিন্তু এসবে না করে তাঁদের দেশের উন্নয়নে শামিল করলে ভালো হত না’! সঙ্গে প্রশ্ন, ‘আমরা কি পরজীবী তৈরি করছি না’? শহরের গৃহহীনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা কবে হবে, অ্যাটর্নি জেনারেলকে তা জানানোর নির্দেশ দিয়েছে আদালত। ৬ সপ্তাহ পর ফের মামলার শুনানি।

এর আগে, ভোটের আগে জনমোহিনী প্রকল্প ঘোষণা নিয়ে কড়া মন্তব্য করেছিল করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি গাভাই। বলেছিলেন, ‘খয়রাতি এবং জনকল্যাণের মধ্যে ফারাক আছে। বিচারপতিদের টাকা দেওয়ার কথা উঠলে অর্থনৈতিক সঙ্কটের কথা জানানো হয়। কিন্তু নির্বাচনের সময় ‘লড়কি বহিন’-এর মতে প্রকল্পের ঘোষণা শুনতে পাই। নির্বাচনে জিততে দিল্লিতেই ২১০০, ২৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা হচ্ছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *