হদিশ মিললো মাদক কারখানার, কোটি টাকার মাদক উদ্ধার হল কালিয়াচক থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জেলা জুড়ে অভিযান, জেলাপুলিশ, কলকাতা এসটিএফ-এর। উদ্ধার কোটি কোটি টাকার মাদক, মাদক কারখানার হদিশ। এছাড়াও জাল নোট এবং আগ্নেয়াস্ত্র। জেলাজুড়ে বিভিন্ন থানা এলাকায় গ্রেফতার ১২ জন। তাঁদের মধ্যে অধিকাংশই আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত। কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

মালদহের কালিয়াচক থেকে গ্রেফতার ৬ জন। যাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় তিন কোটি টাকার ব্রাউন সুগার। এছাড়া ছয় কেজি সোডিয়াম কার্বনেট এবং এক কন্টেইনার অ্যাসিটাইল ক্লোরাইড। গোপনে মাদক কারখানা চালাতেন বলেই ধারণা পুলিশের। এছাড়াও আরেকটি অভিযানে কলকাতা পুলিশের এসটিএফ এর জালে ববিতা মন্ডল নামে এক বছর ৩৫ এর এক মহিলা। যাঁর কাছ থেকে উদ্ধার ত্রিশ লক্ষ টাকা বাজার মূল্যের তিনশো দশ গ্রাম ব্রাউন সুগার।

অন্যদিকে বৈষ্ণবনগর থানার অভিযানে ৯৯,৬০০ টাকার জাল নোট সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। সব জাল নোট ২০০ টাকার। দুজনেই বিহারের বাসিন্দা। ২০০ টাকার জাল নোট ইদানিং দেখা যাচ্ছে। যা আগে কখনও পাওয়া যায়নি। পুলিশ জানায় ধৃতরা প্রথমে বৈষ্ণবনগর থেকে জালনোট পাচারকারিদের কাছ থেকে ৫০০ টাকার জাল নোট নেয়, কিন্তু সেগুলোর মান খারাপ থাকায় তাঁরা ৫০০-র বদলে ২০০ টাকার জাল নোট নিয়ে যাচ্ছিল। আবার আর একটি ঘটনায় উন্নতমানের লোডেড আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিনজন মালদার হরিশ্চন্দ্রপুর থেকে। মোটরসাইকেল দূরে কোথাও রেখে তাঁরা সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। তাঁদের কাছ থেকে উদ্ধার মেড ইন তাইওয়ান, ফোর পয়েন্ট ফাইভ এম এম ইম্প্রোভাইসড রিভলবার। রিভলবারটি লোডেড ছিল। উদ্ধার হয়েছে ছয় রাউন্ড কার্তুজও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *