ফের শিশু মৃত্যু শিলিগুড়িতে, চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠলো পরিবারের তরফ থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ফের শিশু মৃত্যুর ঘটনা সামনে আসলো শিলিগুড়িতে। শিলিগুড়ি ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমিত সাহা তার সন্তান সম্ভবা স্ত্রীকে ভর্তি করেছিলেন শিলিগুড়ি জেলা হাসপাতালে। রাতে তার স্ত্রী সন্তানের জন্ম দেয়। অথচ পরদিন সকালে তাকে জানানো হয় তার সন্তান আর নেই। মাথায় আকাশ ভেঙে পড়ে অমিতবাবুর। তিনি জানান তবে কেন তাকে জানানো হয়েছিল যে তার সন্তান ভালো আছে এবং সুস্থ আছে। তার পরিবারের লোকেরা প্রচন্ড ক্ষোভে ফেটে পড়েন । এদিকে শিলিগুড়ি পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনার তদন্ত করে।

অমিত বাবু আরোও জানান তিনি অনেকবারই জানতে চেয়েছেন তার সন্তান কেমন আছে, তা স্ত্রী কেমন আছে প্রতিবারই বলা হয়েছে ভালো আছে তার স্ত্রী। কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটে গেল বুঝতে পারছে না কেউ। এদিন সকালে ছুটে আসেন পাড়ার লোকেরা, যে ডাক্তার চিকিৎসা করছিলেন তার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয় পাড়ার লোকেরা । কিভাবে এই ঘটনা ঘটে গেল , যেখানে বারবার এই একই দুঃখজনক ঘটনা ঘটে যাচ্ছে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নিচ্ছে না। তার ন্তান হারানোর ফলে প্রায় বাক রুদ্ধ হয়ে যান অমিত বাবু।অবশেষে গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *