শিলিগুড়ির ২১ নম্বর ওয়ার্ডের মনস্কামনা কালীবাড়ির উদ্বোধন করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার
শিলিগুড়ি : শিলিগুড়ির ২১ নম্বর ওয়ার্ডে মনস্কামনা কালীবাড়ির উদ্বোধন করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন সন্ধ্যায় তিনি এই কালীবাড়ির উদ্বোধন করলেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তীকে সঙ্গে নিয়ে। ডেপুটি মেয়র এদিন জানান মায়ের আশীর্বাদ এবং শুভেচ্ছা এবং শুভকামনা সবই আমাদের সাথে আছে। আমাদের শুধু ঠিকমত কাজ করে যেতে হবে। আমরা চেষ্টা করব যাতে সবকিছু সঠিকভাবে হয়। মায়ের আশীর্বাদ যদি আমাদের সাথে থাকে তবে আমরা সব ধরনের কাজই করব। আমাদের শুভেচ্ছা এবং শুভকামনা সবই থাকলো।

এই দিন ডেপুটি মেয়রের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের সকল সদস্য এবং সমর্থকেরা। ডেপুটি মেয়র এদিন আরো জানান আমাদের কাজ মানুষের সেবা করা। এই কালীবাড়ি আমাদের সবার কাছে এক আশীর্বাদের মত। তাই আমাদের শুভেচ্ছা এবং শুভকামনা ছাড়া ও থাকবে অনেক ধরনের আশা। আমাদের কাছে অনেক বড় প্রতিশ্রুতি এবং আকাঙ্ক্ষা এই কালী বাড়ি। এদিন এই কালীবাড়ির উদ্বোধন করতে গিয়ে ডেপুটি মেয়র আরো বলেন আমাদের সবার জন্য চিন্তা-ভাবনা এবং প্রতিশ্রুতি থাকবে। তাই আমরা সবাই এই কালীবাড়িতে এসে মায়ের কাছে প্রার্থনা করব।