শিলিগুড়িতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে অনুষ্ঠানে ক্রিকেট খেললেন ডেপুটি মেয়র
শিলিগুড়ি : শিলিগুড়িতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে অনুষ্ঠানে ক্রিকেট খেললেন ডেপুটি মেয়র, সন্ধ্যাবেলা তিনি অনেকক্ষণ ব্যাট করলেন, জানালেন আমি ছোটবেলা থেকেই ক্রিকেটের পোকা। ভালবাসি আমি ক্রিকেট খেলতে, আমার কাজের সময় কাজে থাকে। তবে সময় পেলে আমি ক্রিকেট খেলি, আমার ভালোলাগার খেলা ক্রিকেট। ক্রিকেট খেলতে পারলে আমি খুশি হই। আমার কাছে ক্রিকেট মানে অনেক কিছু। ক্রিকেটার হিসেবে আমি হয়তো বেশি উপরে উঠতে পারিনি , তবে আমি নিজে অনেকটা এগিয়ে গেছি একজন ক্রিকেট ভক্ত হিসাবে। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে এসে ব্যাটিং করতে নেমে অনেকটাই পুরনো স্মৃতিতে ফিরে গেলাম । আমার কাজ এবং আমার ভবিষ্যৎ কাজই থাকবে কিন্তু একজন ক্রিকেটপ্রেমী হিসেবে আমি মানুষের কাছে এগিয়ে যেতে চাই। বেশ ভালো ক্রিকেট খেলতেন যে ডেপুটি মেয়র, সেটা তার ব্যাটিং দেখেই বোঝা গেল। বেশ কয়েকটি ভালো শট মারলেন তিনি । হাততালিও পেলেন উপস্থিত বহু দর্শকেরও ।
