সাপের আঁতুড়ঘর চন্দননগর পুলিশ হেড কোয়ার্টার! চন্দ্রবোড়া উদ্ধারকে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চন্দননগর পুলিশের হেড-কোয়ার্টার থেকে বিষধর চন্দ্রবোড়া উদ্ধারকে কেন্দ্র করে ছড়ালো ব্যাপক চাঞ্চল্য। মূলত জেলা সদর চুঁচুড়া পুলিশ লাইনে রয়েছে চন্দননগর পুলিশের হেড কোয়ার্টার। সেখানে রয়েছে পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার, অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনারের অফিস। বহু প্রাচীন ডাচ আমলের বিল্ডিংয়ে অবস্থিত চন্দননগর পুলিশের হেডকোয়ার্টার। পুরোনো ঐতিহাসিক সেই ভবন থেকে আগেও উদ্ধার হয়েছিল বিষধর সাপ।

জানা গেছে পুলিশ কমিশনার অফিসের পিছন দিকে একটি সাপ দেখতে পান পুলিশ কর্মিরা। খবর দেওয়া হয় ব্যান্ডেলের সাপ উদ্ধারকারী চন্দন ক্লেমেন্ট সিংকে। চন্দন গিয়ে পুলিশ লাইন থেকে একটি বিশাল আকৃতির চন্দ্রবোড়া উদ্ধার করেন। চন্দন জানান, একটা চন্দ্রবোড়া ৪০-৪৫টা বাচ্চা দেয়। তারা বাসস্থান সংকটে রয়েছে। যেখানে বসবাস করে সেখানে জল ঢুকে গেলেও বাইরে বেরিয়ে আসতে পারে। এই এলাকায় একাধিকবার সাপ উদ্ধার হয়েছে। তাই সাবধানে থাকা উচিত। চন্দনবাবু পরামর্শ যে, সাপে কামড়ালে সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *