যত কান্ড উত্তর সিকিমে,এবার ভেঙে পড়ল বেইলি ব্রিজ
নিজস্ব সংবাদদাতা : আবার ভাঙলো বেইলি ব্রিজ, উত্তর সিকিম এর এই ব্রিজ এখন অনেকটাই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, পর্যটকদের কাছে। আবার এই ব্রিজের গুরুত্ব ও কম নয়। বউ পর্যটক আছেন, এবং অনেক স্থানীয় মানুষ আছেন যারা নিয়মিত চলাফেরা করেন এই ব্রিজের উপর দিয়ে। উত্তর সিকিম এবং দক্ষিণ সিটিএম এর মধ্য যোগাযোগকারী এই ব্রিজটি প্রচন্ড গুরুত্বপূর্ণ সিকিমের স্থানীয় মানুষ এবং পর্যটকদের কাছে।

এদিকে পরপর বেইলি ব্রিজের এই অবস্থায় প্রচন্ড শঙ্কায় স্থানীয় মানুষজনও। এই ব্রিজের উপর দিয়ে, পণ্য চলাচল করে , বহু পণ্যবাহী গাড়ি ও চলাচল করে। কারণ ভুল পথে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে প্রচুর সময় লেগে যায়। গতকাল এই ব্রিজ ভেঙ্গে পড়ায়, মাথায় হাত দিয়েছেন সিকিমের স্থানীয় ব্যবসায়ীরা। অনেকেই জানিয়েছেন আবার নতুন করে সমস্যা তৈরি হলো, ইঞ্জিনিয়াররা এখনই মেরামতির জন্য তৈরি হয়ে গেছেন, তবে খবর পাওয়া যাচ্ছে মেরামতের জন্য উপযুক্ত যন্ত্রপাতি না থাকায় সমস্যায় পড়ে যাচ্ছেন তারাও। একেই প্রচন্ড ঠান্ডা সিকিমে, দিন শেষ হয়ে যায় তাড়াতাড়ি, এই ব্রিজ ভেঙে পড়ার কারণে প্রচন্ডভাবে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন সিকিমের পর্যটন ব্যবসায়ীরা।