কলকাতা মেডিক্য়াল কলেজে মহিলার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত স্বামীর ‘প্রেমিকা’র!
বেস্ট কলকাতা নিউজ : পরকীয়ার জের। এক মহিলার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলেন আর এক মহিলা। চরম রক্তারক্তি কাণ্ড ঘটে গেলো কলকাতা মেডিক্যাল কলেজে। তবে এদিন প্রাথমিক চিকিত্সার পর জখম মহিলা ছেড়েও দেওয়াহয়। পরে পুলিস এসে ঘটনাটি খতিয়ে দেখে। এদিকে পুলিস সূত্রে খবর, জখম মহিলার নাম প্রিয়াঙ্কা মজুমদার। তাঁর স্বামী নাকি বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন! এরপর বিষয়টি জানাজানি হতেই স্বামী-স্ত্রীর মধ্য়ে বিবাদ শুরু হয়। বিবাদ এমন জায়গায় পৌঁছয় যে. প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন তাঁর স্বামী। অন্তত তেমনই দাবি ওই মহিলার।

এদিকে এদিন কলকাতা মেডিক্যাল কলেজে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই স্বামীর সঙ্গে তাঁর ‘প্রেমিকা’কে দেখে ফেলেন তিনি। এরপর তিনি কথা বলার জন্য তাঁদের কাছে যান, কিন্তু দু’জনের কেউ-ই কথা বলেননি। শেষে যখন ওই মহিলাকে তিনি হাসপাতালে বাইরে নিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করেন, তখনই প্রিয়াঙ্কার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে । জানা যায় ব্যাগ থেকে হাতুড়ি বের করে প্রিয়াঙ্কার মাথায় জোর আঘাত করেন অভিযুক্ত মহিলা । ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান আশেপাশের লোকজনও। পরে ওই আক্রান্তকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় ব্যান্ডেজ করা হয়।