ঘরে বসেই পাওয়া যাবে কমলা লেবু, শিলিগুড়ির সুভাশ পল্লীর বাসিন্দা দিবাকর বসুর বাড়িতে ক্রমশ বড় হচ্ছে কমলালেবুর গাছ
শিলিগুড়ি : ঘরে বসেই মিলছে কমলালেবু, হ্যাঁ শিলিগুড়ি সুভাষপল্লীর বাসিন্দা দিবাকর বসুর বাড়িতে ঠিক এভাবেই বড় হচ্ছে তিন তিনটে কমলা লেবু গাছ। বছর সাতেক আগে সপরিবারে দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন দিবাকর বাবু, পেশায় রাজ্য সরকারের কর্মচারী তিনি, বেশ উচ্চ পদে কর্মরত। মোটা মাইনে পান তাই তার চারপাশে কিছু শখ তিনি পালন করেন, তার বাড়িতে আছেন বোন এবং দুই সন্তান। প্রত্যেকেই যথেষ্ট উৎসাহিত দিবাকর বাবুর এই শখ কে নিয়ে। দিবাকর বাবু কোনো কাজে যদি বাইরে যান তবে তার পরিবারের লোকেরাই প্রার্থনা করেন তার এই শখের কমলালেবু গাছ নিয়ে। তাই দিবাকর বাবু ভেবেছেন আরো কয়েকটি কমলালেবু গাছও তিনি বাড়িতে বড় করবেন।

তিনি আরো জানান প্রথমে প্রথমে বেশি কমলালেবু হত না কিন্তু এখন তিনটি গাছ মিলিয়ে একশোর উপরে কমলালেবু হয়। আর খেতেও বেশ মিষ্টি। দিবাকর বাবু আরো জানান গাছের প্রতি ছোটবেলা থেকেই আমার ভালোবাসা, সময় সুযোগের অভাবে কিছু করতে পারেনি ওদের জন্য তবে এখন হাতে কিছু সময় আছে তাই নিজের সব ইচ্ছে গুলো পূরণ করতে চেষ্টা করি। তার ছেলে মেয়ের মধ্য একজন পড়াশোনা করছে উচ্চমাধ্যমিক ও ক্লাস নাইনে। তাই ছেলেমেয়েদের পড়াশোনার পিছনে অনেকটা সময় দেন দিবাকর বাবু এবং তার স্ত্রী মালবিকা দেবী। তিনি এও জানান আমার বৃদ্ধ বাবা-মাও খুব উৎসাহিত আমার এই কমলা লেবু গাছ কে নিয়ে। দিবাকর বাবু আরো বলেন তার চাকরির এখনো সাত বছর আছে। তাই অবসরের পর তিনি তার বাড়িতে আরো ফলের গাছ বড় করবেন। তিনি এও বলেন তার এই কমলালেবুর স্বাদ প্রচন্ড মিষ্টি। তাই তিনি ভেবেছেন আরো কমলা লেবু গাছ নিয়ে আসবেন পাহাড় থেকে আর এইটুকু করতে পারলেই ভাববো আমি কিছুটা হলেও পরিবেশকে সাহায্য করতে পারলাম।