নতুন করে নেওয়া হচ্ছে না কোনো শিক্ষক, চরম সমস্যায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়
নিজস্ব সংবাদদাতা : জায়গা খালি আছে, অথচ নেই অধ্যাপক, ভুগতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। গোটা বাংলার অন্যতম শিক্ষিত বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। জানা গেছে প্রভু গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক নেই। কেন না হচ্ছে না? জানেন না কেউই। ছাত্র-ছাত্রীরা জানাচ্ছে বহুবার এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, অথচ সদুত্তর নেই। শিক্ষক না থাকায় বহিরাগত কন্ট্রাক্টচুয়ালদের কাছে শিক্ষা নিতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। যেটা আমাদের অনেকের পক্ষেই সম্ভব নয়, এমনটাই জানিয়েছে ছাত্র-ছাত্রীরা।

তারা এও জানিয়েছে যদিও বা শিক্ষক ঠিক হয়, টাকার জন্য অনেক ছাত্র-ছাত্রী এগোতে সাহস পায় না, কারণ সবার তো আর্থিক অবস্থা এক নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার বলা সত্বেও সমাধান না হওয়ায় যথেষ্ট ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। তারা আরোও জানিয়েছে যেখানে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদাসীনতা কোনভাবেই মেনে নেওয়া যায় না। Ugc norms অনুযায়ী শিক্ষক নিয়োগ করা বাধ্যতামূলক, অথচ জায়গা খালি থাকা সত্বেও হচ্ছে না কোনো শিক্ষক নিয়োগ । কবে সমস্যার সমাধান হবে? জিজ্ঞাসা করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উত্তর আমরা চেষ্টা করছি, সব বুঝি আমরা কিন্তু আমরা নিরুপায়, কেন নিরুপায় তারা? জানেন না কেউই।