মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে বাড়িতে বাড়িতে ভোটার লিস্ট নিয়ে পৌঁছে গেলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র
শিলিগুড়ি : মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন, তাই বাড়িতে বাড়িতে ভোটার লিস্ট নিয়ে পৌঁছে গেলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন তিনি জানান মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাই বাড়িতে বাড়িতে গিয়ে আজ ভোটারদের দেখে আসলাম। এদিন তিনি আরও জানান মুখ্যমন্ত্রী বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে আসতে বলেছেন। আর সেই দায়িত্ব আমরা পালন করছি। ভুয়ো ভোটারদের বের করে তাদের সনাক্ত করা একটা বড় এবং বিশাল দায়িত্ব। এটাই আমাদের কাজ। শিলিগুড়ি ৪৭টি ওয়ার্ডের এই কাজগুলো হবে। সময় নিয়ে করতে হবে, এবং দেখে দেখে কাজ করতে হবে। এদিন এমতাও জানালেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
