দোকানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখা হচ্ছে শিলিগুড়িতে, অবশেষে আটক হল ১ দোকানদার
শিলিগুড়ি : শিলিগুড়ির হায়দার পাড়াতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখার অভিযোগে এক দোকান থেকে দোকানদারকে আটক করলো পুলিশ। হায়দার পাড়ার একটি দোকানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। মূলত জলের বোতল বিক্রি হয় সেখানে। অবশেষে দোকানে হানা দিয়ে একের পর এক গ্যাস সিলিন্ডার আটক করল পুলিশ। আরোও জানা যায় বেশিরভাগ সিলিন্ডারে থাকত ঘরের মধ্যে। বাইরে শুধু মাত্র দুই তিন পিস সিলিন্ডার রাখা থাকত। এদিকে খবর পেয়ে পুলিশ প্রথমেই যোগাযোগ করে দোকানদারকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কোনো সদুত্তর না পেয়ে তাকে জেরা করে, অবশেষে প্রবল জেরার মুখে সবকিছু ভেঙে বলে দেয় ওই দোকানদার। তার বয়ানের ভিত্তিতেই অবশেষে এদিন তাকে আটক করে পুলিশ।
