এখন থেকে গাড়ি পার্কিং ফি দ্বিগুণ হল শহর কলকাতা জুড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জল্পনা চলছিলই। অবশেষে বৃদ্ধি পেলো শহরের পার্কিং ফি । একধাক্কায় তা একেবারে হল দ্বিগুণ । কলকাতা পুরসভার ২০২৩-২৪ অর্থ বর্ষের বাজেটে ফি বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর পড়ে। অবশেষে সেই সিদ্ধান্তই কার্যত বাস্তবায়িত হল । কলকাতা পুরসভার পার্কিং বিভাগ সূত্রে খবর, এতদিন দুচাকার গাড়ির ক্ষেত্রে একঘণ্টা পিছু দিতে হত ৫ টাকা। কিন্তু ১ এপ্রিল থেকে তা বেড়ে হয়েছে ১০ টাকা। একইসঙ্গে এও জানা গিয়েছে দুই চাকা গাড়ির ক্ষেত্রে পার্কিং-এ ৩ ঘণ্টা রাখলেই দিতে হবে ৪০ টাকা। ৪ ঘণ্টা রাখলে দিতে হবে ৬০ টাকা, ৫ ঘণ্টার জন্য ৮০ টাকা আর ৫ ঘণ্টা পেরিয়ে গেলেই ঘণ্টা পিছু দিতে হবে ৫০ টাকা। চার চাকার গাড়ির ক্ষেত্রে প্রতি ঘণ্টায় দিতে হত ১০ টাকা। ১ এপ্রিল থেকে সেটাও বেড়ে হল ২০ টাকা প্রতি ঘন্টা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *