পেটের টানে মরিয়া মাত্র ৬০০ টাকায় একমাসের সন্তানকে বিক্রি করতে, জানাজানি হতেই এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লো দম্পতি
বেস্ট কলকাতা নিউজ : কখনো ৫০ হাজার, কখনো ১০ হাজার, কখনো ৬০০ টাকার বিনিময় কোলের এক মাসের ছেলেকে মালবাজার শহর লাগোয়া জায়গায় বিক্রি করতে এসে ধরা পড়ল এক দম্পতি। জানা গেছে, সোমবার সকালে ওই দম্পতি মালবাজার শহর লাগোয়া রাজা চা বাগানের পাকা লাইন শ্রমিক মহল্লা এলাকায় ওই শিশুকে বিক্রির জন্য নিয়ে যায়। জানাজানি হতেই এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন ওই দম্পতি।

চা বাগান থেকে পালিয়ে ওই দম্পতি চলে আসেন মালবাজার পুরনো রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে। তাদের পিছু নিয়ে শ্রমিক মহল্লার লোকজন রেলওয়ে স্টেশন এলাকায় চলে আসেন। সেখানকার মানুষদের জানান ওই দম্পতি বাচ্চা বিক্রির উদ্দেশ্য নিয়ে এসেছে। ঘটনার খবর চাউর হতেই সেই দম্পতিকে ঘিরে ধরে দৈনন্দিন বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। তাদেরকে ঘিরে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে যে দম্পতির নাম রাজেশ মিশ্রা ও অনিতা ওঁরাও। যদিও অনিতা ওঁরাও এর আধার কার্ডে তার স্বামীর নাম ভিন্ন রয়েছে। তাদের কথায় অনেক অসংগতি ধরা পড়ে। এদিকে ক্যামেরার সামনে নির্দ্বিধায় বাচ্চা বিক্রির অভিযোগ স্বীকার করে নেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মালবাজার থানার পুলিস ।এরপর দ্বন্দ্ব বাধে কারা সেই এলাকা থেকে সেই দম্পতিকে আটক করে নিয়ে যাবেন, রেলওয়ে পুলিস না মালবাজার থানার পুলিস । বেশ কিছুক্ষণ চাপানউতরের পর শেষ পর্যন্ত মালথানার পুলিস তাদের আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় মালবাজার বাজার এলাকায়।