ময়নাগুড়িতে সরকারী বাসে ভয়াবহ আগুন, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে
নিজস্ব সংবাদদাতা : এক সরকারি বাসে ভয়াবহ আগুন লাগলো ময়নাগুড়িতে । হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। অবশ্য বাসটি দাঁড়িয়ে থাকার কারণে কেউ হতাহত হননি। তবে হুট করে আগুন লেগে যাওয়ার কারণে হুড়হুড়ি পড়ে যায়। সবার একটাই প্রশ্ন যদি বাসটিতে চায় লোক থাকতো তবে কি হতো? দাউ দাউ করে আগুন লেগে যাওয়ায় এদিন ব্যাপক হই চৈও পড়ে যায় এলাকায় । পরে তিনটি দমকল এসে এদিন অবস্থা আয়ত্তে নিয়ে আসে।
