শিলিগুড়িতে পয়লা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রস্তুতি সভার আয়োজন করলো শিলিগুড়ি পৌরসভা
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে আগামী ১লা বৈশাখ (১৫ই এপ্রিল) বাংলা নববর্ষ এবং রাজ্য দিবস উদ্যাপন উপলক্ষে বিভিন্ন স্কুল, কলেজ এবং ক্লাব গুলোকে নিয়ে রামকিঙ্কর হলে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো শিলিগুড়ির রামকিঙ্কর হলে। এদিন উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার ছাড়াও শিলিগুড়ি পুরসভার অন্যান্য এমএমআইসি এবং কাউন্সিলররাও । মেয়র গৌতম দেব এদিন জানান, বাঙ্গালীদের কাছে নববর্ষ অথবা পয়লা বৈশাখ একটা আলাদা গুরুত্ব রাখে। প্রতিবছরে এই দিনটা আমরা স্মরণীয় করে রাখতে চাই। আমাদের কাজ বাংলা নতুন বছরকে আরো স্মরণীয় করে রাখা। আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা, কত কৃতি বাঙালি বাংলা দেশ এবং পৃথিবীর নাম আলোকিত করেছেন তার কোন শেষ নেই। আমাদের কাছে তাদের জীবন এবং জীবন অসাধারণ অনুভূতি।

এদিন তিনি আরোও জানান নববর্ষ অথবা পয়লা বৈশাখ উদযাপন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। সেই কারণে আমরা ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে বেশ কিছু উদ্যোগ নিতে চলেছি। ঐদিন সারাদিন ধরেই হবে বিভিন্ন অনুষ্ঠান। বিভিন্ন জায়গায় সংগীতানুষ্ঠ নের আয়োজন করা হয়েছে। সবার উপস্থিতি একান্তই কাম্য। আমাদের কাছে ওই দিনটি এক উজ্জ্বল আলোকিত দিন হয়ে থাকবে বলেও এদিন জানান ডেপুটি মেয়র।

