ভুতুড়ে ভোটার নিয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ
নিজস্ব সংবাদদাতা : ভুতুড়ে ভোটার নিয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতল অফিসে এক সাংবাদিক সম্মেলন করলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এদিন তিনি জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটার লিস্ট কে নিয়ে প্রচন্ডভাবে চিন্তিত। তিনি আরোও জানিয়েছেন ভিনদেশী ভোটারদের দাপটে বাংলায় বেড়ে গেছে, অবিলম্বে এই ত্রুটি সংশোধনে করতে হবে। তবে আমরা কিছুটা হলেও এটা ঠিক করতে পারব।

জেলা সভাপতি এদিন আরো জানান আমাদের নির্দেশ দেওয়া হয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার লিস্ট চেক করা। ভোটারদের সাথে কথা বলা, ভোটারদের নাম ভোটার লিস্টে আছে কিনা এটা দেখা। আমাদের কর্মীরা ভালই কাজ করছে, বাড়িতে বাড়িতে গিয়ে দেখে আসছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এদিকে অনেক বৈধ নাম কেটে গেছে ভোটার লিস্ট থেকে এটাও বড় চিন্তার ব্যাপার। তবে আমাদের কর্মীরা যথেষ্ট পরিশ্রম করে কিছুটা হলেও এর সমাধান করেছেন । আমি যদি মনে করি নিজে দায়িত্ব নিয়েই কাজ করব তবে সেটা আমি করব। তবে বিধানসভা নির্বাচনের আগে আমাদের হাতে অনেকটাই সময় আছে , তাই যত তাড়াতাড়ি সম্ভব ধীর ভাবে আমাদের এই কাজ শেষ করতে হবে বলেও এদিন জানান জেলা সভাপতি পাপিয়া ঘোষ