মোবাইলে গেম খেলা নিয়ে বাবা-মায়ের চরম আপত্তি, অবশেষে বাড়ি থেকে পালিয়ে গেল নাবালক ছেলে
নিজস্ব সংবাদদাতা : বহুদিন থেকে মোবাইল কিনে দেওয়ার জন্য পায়না ধরেছিল ছোট ছেলে, কিন্তু একে পড়াশোনা করছে , তারমধ্যে বাড়ির ছোট ছেলে হওয়ায় চরম আপত্তি ছিল বাবা-মায়ের। জানা গিয়েছে, আমবাড়ি বাজারের মহামায়া কলোনির গণেশ দাসের দুই ছেলে।বাড়িতে স্ত্রী ছাড়াও বৃদ্ধ মা রয়েছেন। রংমিস্ত্রির কাজ করে সংসার চলে তার। ছোট ছেলে অভিজিৎ অনেক দিন থেকেই ফোন কিনে দেওয়ার জন্য আবদার করেছিল।যদিও তাকে ফোন কিনে দেওয়া হয়নি। তবে বাড়িতে একটা ফোন রয়েছে।

হাতে ফোন পেলেই গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে অভিজিৎ। খাবার সময়ও ফোন ব্যবহার করত। এদিকে ঘটনার দিন রাত ৯টা নাগাদ খাওয়া-দাওয়ার সময় বাবার কাছে ফোন চায় অভিজিৎ।কিন্তু বাবা ফোন না দিয়ে একটু বকাঝকা করেন।এরপরেই বাড়ি থেকে বেরিয়ে যায় দশম শ্রেণীর ওই ছাত্র।বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।পরদিন ভোর বেলা থানায় লিখিতভাবে বিষয়টি জানানো হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এদিকে চিন্তিত হয়ে পড়ে তার পরিবারও। তারা জানান বায়না করলেও ও সেই ধরনের ছেলে নয়। ঘরেই থাকতে ভালোবাসতো, পড়াশোনাতেও মেধাবী ছিল। এদিকে হঠাৎ করে এই কান্ড ঘটিয়ে ফেলায়, চিন্তায় পড়ে যান তার বাবা-মাও।