গাছ কাটার বিরুদ্ধে সরব বিজেপী বিধায়ক, এমনকি করলেন প্রতিবাদ মিছিল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : গাছ কাটা নিয়ে আজকে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপী বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ির ষ্টেশন ফিডার রোডে ফুড জোনের সামনে গাছগুলি কেটে নেওয়ার প্রতিবাদে ক্ষোভ জানালেন বিজেপী বিধায়ক। তিনি সকালে এক প্রতিবাদ মিছিল বের করেন। তিনি জানান কি কারনে এত গুলো গাছকে কেটে ফেলা হল পুরসভাকে জবাব দিতে হবে। আর কিভাবে এই গাছ কাটা যায়? আমি এর জবাব না পেলে আরো বড় আন্দোলনে নামবো। বিধায়ক জানান এটা কি ধরনের কাজ যে এত গাছ কেটে ফেলতে হবে? আর গাছ কাটলে কিভাবে সমস্যার সমাধান করা যাবে। গরমের সময় প্রচুর মানুষ পথ চলতে চলতে গাছের ছায়ায় বিশ্রাম নেন, তারা কি করবেন। এদিন বিধায়কের সাথে সাথে প্রতিবাদ মিছিলে যোগ দেন বিজেপীর প্রচুর সদস্য এবং সমর্থকেরা। বিধায়ক জানান এর পরে জবাব না পেলে আমরা সবাই মিলে শিলিগুড়ি পুরসভা ঘেরাও করে মেয়রকে জিঞ্জাসা করব, কারন উনি এই শহরের মহানাগরিক, ওনাকেই জবাব দিতে হবে। এদিন বিজেপীর মিছিল গোটা ষ্টেশন ফিডার রোড ঘুরে ভেনাস মোড়ে এসে মিছিল শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *