ভোটের আগে প্রচুর কাজ আছে আমাদের, সবাইকে মিলেমিশে কাজে নামতে হবে জানালেন জেলা সভাপতি
নিজস্ব সংবাদদাতা : আগামী বছর আমাদের বিধানসভা ভোট বিধানসভা ভোট আর বেশি দেরি নেই। তাই আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি জানান আমাদের সামনে অনেকটা লড়াই আছে। কারণ আমরা জানি সিপিএম এবং বিজেপি অনেক কুৎসা এবং কেলেঙ্কারি করবে আমাদের বিরুদ্ধে। সেগুলোকে এড়িয়ে গিয়ে আমাদের মানুষের সামনে আসতে হবে। বিধানসভা ভোট আসার আগে আমাদের অনেক কঠিন কাজ সেরে ফেলতে হবে এমনটাই বললেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

তিনি আরো জানান আমাদের কর্মীদের সবার আগে দায়িত্ব নিতে হবে। কারণ কাজটা তারাই আগে করবেন। আমাদেরও কর্মীদের কাছে আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য। এটাও আমাদেরকে পালন করতে হবে। সামনে বুথ সভাপতি , এবং ওয়ার্ডের অন্যান্যদের দায়িত্ব বেড়ে গেছে। যদি আমরা সবাই মিলে সঠিকভাবে দায়িত্ব এবং কর্তব্য পালন করি তবে আমরা সফল হতে পারব। জেলা সভাপতি এও জানান সামনে কঠিন পরীক্ষা , আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাক বিভিন্ন প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। যারা যারা এখনো প্রকল্পের সুবিধা গুলি পাননি আমাদের তাদের কাছে সুবিধাগুলো পৌঁছে দিতে হবে, তবেই আমরা অনেকটা এগিয়ে থাকবো বলেও জানান জেলা সভাপতি।