শিলিগুড়িকে ক্লিন সিটি করতে হবে, টিপার ডাম্পার বাহনের শুভ সূচনা এমনটাই জানালেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে ক্লিন সিটিতে পরিণত করতে হবে শিলিগুড়ি পুর নিগমের ১ কোটি ৬৮ লক্ষ টাকা অর্থানুকূল্যে পুরনিগম এলাকার বর্জ্য পরিষ্কারের জন্য ৯ টনের ৫ টি টিপার ডাম্পার বাহনের শুভ সূচনা করে এই কথাই জানান মেয়র গৌতম দেব। এদিন শিলিগুড়ি পুরসভাতে এই ডাম্পারের উদ্বোধন করে এদিন মেয়র গৌতম দেব জানালেন, বর্জ্য অপসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের থেকে নয় , শিলিগুড়ি পুরো সভাতে যেদিন থেকে তৃণমূল কংগ্রেস এসেছে সেদিন থেকেই এই বর্জ্য অপসারণের কাজে মনোযোগ দিয়েছে। আমাদের পুরসভা সর্বদাই মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করে যায়। আজকে যে উদ্বোধন হলো এর ফলে উপকৃত হবেন গোটা শিলিগুড়ির স্থানীয় মানুষ। এতে আধুনিক হবে আমাদের শহর শিলিগুড়ি।

এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার এম এমআইসি শ্রাবণী দত্ত, এম এমআইসি মানিক দে এবং দুলাল দত্ত সহ অন্যান্য কাউন্সিলরেরা। এদিন মেয়র গৌতম দেব আরো জানালেন আধুনিক শহর শিলিগুড়িতে দিনের পর দিন বেড়ে চলেছে লোক সংখ্যা, তাই বর্জ্য পদার্থের পরিমাণ বাড়ছে দিনের পর দিন। আমাদের চট জলদি অপসারণের কাজ শুরু না করলে সমস্যা তৈরি হতে পারে। এই কারণেই এই ব্যবস্থা , শহরকে যদি আমরা আধুনিক করতে চাই তবে এই ব্যবস্থা দ্রুত শুরু করতে হবে যাতে মানুষের উপকার হয়। ছুটির দিন এবং উৎসবের পরে শিলিগুড়ি শহরের অবস্থা খারাপ হয়ে যায় , আমাদের ভাইয়েরা যতটা সম্ভব পারা যায় চেষ্টা করে, শহরকে পরিচ্ছন্ন রাখার। কিন্তু দ্রুত করা সম্ভব হয়নি। আজকে এই ব্যবস্থার ফলে তারাও অনেকটা উপকার পাবে বলে জানান মেয়র গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *