দিলিপ বর্মনের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখালেন শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের ব্যবসায়ীরা
শিলিগুড়ি : শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মনের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখালেন শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট এর ব্যবসায়ীরা। শিলিগুড়ি ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলার দিলীপ বর্মন এগুলেটেড মার্কেটের এক ব্যবসায়ীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে । জানা গেছে টাকা লেনদেনের জন্য বহুদিন থেকেই সমস্যা চলে আসছিল। এটা আরো বেড়ে যায় কিছুদিন ধরে। এদিন দিলীপ বর্মন রেগুলেটেড মার্কেটে এলে এক ব্যবসায়ীর সঙ্গে জোর তর্ক বিতর্ক শুরু হয় , অবশেষে দুজনের মধ্য উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় । শেষ পর্যন্ত দিলিপ বর্মন গায়ে হাত তোলেন ওই ব্যবসায়ীর। এরপরে ক্ষোভে ফেটে পড়েন ওই এলাকার ব্যবসায়ীরা। পরিস্থিতি খারাপ দেখে ওই এলাকা ছেড়ে চলে যান ওই কাউন্সিলর। এদিকে ব্যবসায়ীরা চলে গেলেও এদিন তারা আবার ফের এলাকায় ফিরে আসেন। তারা জানান ওই কাউন্সিলর বরাবরই এই ধরনের, কথা বলেন প্রচন্ড খারাপ ভাবে। নিজের মনের মত কিছু না হলেই গায়ে হাত তোলেন, ইতিমধ্যেই যেটা হয়েছিল। এদিন ব্যবসায়ীরা আরো জানান এবার আর তারা মানবেন না, দিলীপ বর্মনকে শাস্তি দিতেই হবে।
