শিলিগুড়িতে মেয়রের পাড়ায় উদ্ধার ছাত্রের দেহ, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়
শিলিগুড়ি : শিলিগুড়িতে মেয়রের পাড়ায়ছাত্রের দেহ উদ্ধার। কিভাবে এই ঘটনা ঘটলো সেটা জানা না গেলেও অনুমান ভবিষ্যতে হতাশার কারণেই এই ঘটনা ঘটেছে। জানা গেছে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। পরীক্ষা সবকটা দিয়েছিল, কিন্তু পড়াশোনা কিভাবে করেছিলো সেই ফলাফল হয়নি। বরাবরই শান্ত মেজাজে ছিল, ( সুজিত রাহা ) নাম পরিবর্তিত। পড়াশোনার মধ্যেই ডুবে থাকত। বাবা মার আদরের ছেলে ছিল, তার এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছেন তার বাবা এবং মা। ভেঙে পড়েছে তার দিদিও। ঘটনায় হতবাক তার পাড়া-প্রতিবেশীরাও। এটা কি নিছক আত্মহত্যা না এই ঘটনার পিছনে অন্য কিছু আছে তা খতিয়ে দেখে পুলিশ।
