শিলিগুড়ির অদূরে কাওয়াখালীতে চলছে শিলিগুড়ি কমার্স কলেজ নির্মাণের কাজ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : পরিকল্পনা এবং বাস্তব চিন্তা ভাবনা শুরু হয়েছিল বছর খানেক আগে। এবার পুরোপুরি নির্মাণ শুরু হয়ে গেছে শিলিগুড়ির অদূরে কাওয়াখালীতে কমার্স কলেজ তৈরির কাজ। যা পুরোপুরি নির্মাণ হতে ২০২৭ সাল হবে বলে মনে করছে নির্মাতারা। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আগামী এক বছর পুরোদমে যদি কাজ শুরু হয়ে যায় তবে আর বেশিদিন সময় লাগবে না বলে দাবি করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বর্তমানে শিলিগুড়ি কমার্স কলেজ শিলিগুড়ির কলেজ পাড়ায়, শিলিগুড়ি ডে কলেজের সাথে একই সাথে হয়। কমার্স কলেজ রাত্রে হয়। যেটা নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল , অনেক দূর দূর থেকে যেসব ছাত্র-ছাত্রী এই কলেজে পড়তে আসে তারা সমস্যায় পড়ে যাচ্ছিল। কারণ রাত নটার পর যদি ক্লাস শেষ হয়ে যায়, তাদের বাড়ি যেতে সমস্যা তৈরি হচ্ছিল। এই কমার্স কলেজ আলাদাভাবে তৈরি করবার চিন্তা-ভাবনা চলছিল সেই সময় থেকেই। তারপরেও সমস্যা আসছিল , এই কলেজ তৈরিতে যে জমির দরকার যত বড় দরকার সেটা পাওয়া যাচ্ছিল না।

অবশেষে শিলিগুড়ি পুরসভা চিন্তা করে কাওয়াখালির কথা তারপরে কাজ শুরু হয়ে যায়। তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরো বোর্ড রাজ্য সরকার সবার সহায়তায় তৈরি হচ্ছে এই কমার্স কলেজ। যা নির্মাণ করতে লাগবে কয়েকশো কোটি টাকা। তবে পুরসভা আশা করছে এই কলে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে, শিলিগুড়ি কলেজের থেকে তিনগুন পড়ুয়া এখানে পড়তে পারবে। তবে সবটাই সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *