দার্জিলিং হাসপাতালের সহকারী সুপারের উপর প্রাণঘাতী হামলা, গ্রেফতার ওই হাসপাতালেরই একজন কর্মী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : হাসপাতালের সহকারি সুপারের উপর খুকরি দিয়ে প্রাণঘাতী হামলা অস্থায়ী কর্মীর । ঘটনায় চাঞ্চল্য শৈলশহর দার্জিলিংয়ে । ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ও কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও । হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের পর ওই অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গুরুতর জখম অবস্থায় দার্জিলিং সদর হাসপাতালের আইসিইউতেও তার চিকিৎসা চলে। এদিকে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , দার্জিলিং সদর হাসপাতালের সহকারি সুপার উজ্জ্বল দে’র উপর খুকরি দিয়ে হামলা করার অভিযোগ উঠেছে হাসপাতালেরই অস্থায়ী কর্মী সম্পূর্ণ রাইয়ের বিরুদ্ধে। খুকরির আঘাতে মাথায় গুরুতর আঘাতও পায় সহকারি সুপার।

আরও জানা গেছে হাসপাতালের রেকর্ড সেকশনের কর্মী সম্পূর্ণ রাই এর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় হাসপাতালের সুপার তাকে হাসপাতালের মূল টিকিক কাউন্টারে বদলি করেন। আর এতেই ব্যাপক ক্ষেপে যায় সম্পূর্ণ রাই । বদলি করায় সম্পূর্ণ রাই মদ্যপ অবস্থায় হাসপাতালে ব্যাপক ঝামেলার সৃষ্টি করে, এমনকি হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে মারধরও করে বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর ২ দিন পর ফের মদ্যপ অবস্থায় এসে সুপারের কার্যালয়ে গিয়ে সুপারের খোঁজ করতে শুরু করে। সেই সময় সহকারি সুপার উজ্জ্বল দে জানান , সুপার বাইরে আছেন , কিছুক্ষণ পর আসবেন। এই বলে সহকারি সুপার রাউন্ডে যান। রাউন্ড থেকে আসার পরই অতর্কিতে সহকারি সুপারের উপর খুকরি দিয়ে হামলাও করে সম্পূর্ণ রাই। জখম অবস্থায় লুটিয়ে পড়েন তিনি । এরপর অন্যান্য হাসপাতালের কর্মীরা এসে সহকারি সুপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *