লোকসভায় ওয়াকফ বিল ছিঁড়ে ফেললেন আসাদউদ্দিন ওয়াইসি, এমনকি সরব হল তীব্র বিরোধিতায়
বেস্ট কলকাতা নিউজ : লোকসভায় অবশেষে ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছে কেন্দ্র। সেই বিলের উপর গতকাল বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলল এক দীর্ঘ আলোচনাও। আর সেই আলোচনায় অংশ নিয়ে বিলের কপি ছিঁড়ে ফেললেন অল ইন্ডিয়া এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। এদিন এই বিল অসাংবিধানিক বলে দাবি করেন তিনি। এমনকি ওয়াকফ বিলের তীব্র বিরোধিতা করে, এই একাধিক প্রশ্নও তোলেন তিনি।

ওয়াইসি আরও বলেন, “সরকার যে আইন তৈরি করছে সেখানে সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করা হয়েছে। বিজেপি দেশে চরম সংঘাত তৈরি করতে চাইছে। কালেক্টর এবং ডিএম বলবেন যে এটি সরকারি সম্পত্তি এবং সেখানে পোস্টার সাঁটাবেন। মসজিদগুলো বন্ধ করে দেওয়া হবে।” তাঁর দাবি, এই বিল পাস হলে, দেশের প্রাচীন মন্দিরগুলি সুরক্ষিত হবে, কিন্তু মসজিদগুলি নয়। এদিন দেশের বৃহত্তম সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে বলেও দাবি করেন ওয়াইসি। তাঁর আরও বক্তব্য, এই বিল মুসলিমদের দারিদ্র্য দূর করবে না। হায়দরাবাদের সাংসদ আরও বলেন, এই বিল সব ধর্মের সমতার যে সাংবিধানিক বিধান রয়েছে, তারও চরম পরিপন্থী। এটি সংবিধানের ২৫ অনুচ্ছেদেরও লঙ্ঘন করে বলে দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় বলেছেন, “আমি স্পষ্ট করে দিচ্ছি, মুসলিমদের ধর্মকর্ম, তাদের যে দানের ট্রাস্ট, তাতে সরকার কোনও দখলদারি চায় না। ওয়াকফ আপনাদেরই থাকবে। কিন্তু ওয়াকফ আইন অনুযায়ী চলছে কি না, সেটাই দেখতে হবে।” তাঁর দাবি, ওয়াকফ বোর্ডের নামে যে চুরি হচ্ছে, তা ধরার জন্যই এই বিল। এই বিলে দেশের মুসলিমরা উপকৃত হবেন বলেই উল্লেখ করেছেন অমিত শাহ।