সিপিএমের নেতৃত্বে জলপাইগুড়ির ডি আই অফিস ঘেরাও করলেন কর্মীরা
জলপাইগুড়ি : জলপাইগুড়ির ডি আই অফিস ঘেরাও করলেন কর্মীরা। সিপিএমের তরফ থেকে এদিন এই মিছিলে মূলত তৃণমূল কংগ্রেস সরকারের বিভিন্ন কাজ নিয়ে বিক্ষোভ দেখালেন ডি আই কর্মীরা। এদিন তারা জানান দিনের পর দিন মানুষকে প্রতিশ্রুতি দিয়ে কথার খেলাপ করে চলেছে এই সরকার। যোগ্য ব্যক্তিরা চাকরি পায় না, অযোগ্যরা চাকরি পাচ্ছে এবং চাকরি বিক্রি হচ্ছে তৃণমূলের আমলে। অথচ শিক্ষিত ছেলে-মেয়েরা যাদের চোখে অনেক অনেক আশা অনেক স্বপ্ন তারা ফাইল নিয়ে এক দরজা থেকে আরেক দরজায় ঘুরে বেড়াচ্ছে। এর বিচার চাই,

তারা আরো বলেন, আমাদের মত অসহায় সাধারণ ঘরের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে শিক্ষিত হয়ে চাকরির জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তারা কোথায় যাবে কি করবে। তাও তো বাইরে যেতে পারবে না। তাই অবিলম্বে যোগ্যদের চেয়ার চেয়ারে বসানোর দায়িত্ব নিন তৃণমূল সরকার। যাদের কাজ সরকারকে উন্নতির দিকে নিয়ে যাবে তাদেরও তো কিছু পাওয়ার আছে এই সরকার থেকে। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের প্রচুর যুব সংগঠনের সদস্যরাও।