শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে এবং পুর নিগমের জঞ্জাল অপসারণ বিভাগের সহায়তায় “মিড -ডে মোবাইল কনজারভেন্সি সার্ভিস” -এর শুভ সূচনা করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে এবং পুর নিগমের জঞ্জাল অপসারণ বিভাগের সহায়তায় “মিড -ডে মোবাইল কনজারভেন্সি সার্ভিস” -এর শুভ সূচনা করলেন মেয়র গৌতম দেব, তিনি এদিন পৌরসভাতে এর উদ্বোধন করে জানান আমার বহু দিনের ইচ্ছে ছিল, আজ এই ” মিড ডে মোবাইল কনজারভেন্সি সার্ভিস ” এর উদ্বোধন হলো। এর ফলে সাধারণ মানুষ সাধারণভাবে খুব দ্রুত চাহিদা অনুসারে পরিষেবা পাবে। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার এম এম আই সি এবং পুরসভার অন্যান্য কাউন্সিলর। মেয়র এদিন আরও জানান আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে এটাই আমাদের কাছে আনন্দের। শিলিগুড়ি পৌরসভা থেকে মোট নটি ভ্যান চালু করা হলো এদিন।
