শুধুমাত্র নামে নয়, প্রকৃত ধূপগুড়ি মহকুমা হাসপাতালের দাবিতে গণ অবস্থান নাগরিক মঞ্চের
জলপাইগুড়ি : শুধু নামে নয় প্রকৃত ধূপগুড়ি মহকুমা হাসপাতালের দাবিতে গণ অবস্থান নাগরিক মঞ্চের। আজকে সকাল থেকেই তাদের দেখা যায় হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে। এদিন তারা জানালেন ধূপগুড়িতে হাসপাতালের অবস্থা শোচনীয়। দিন রাত একই অবস্থা। রোগীরা হাসপাতালে আসলে চিকিৎসা করতে ভয় পান। আমাদের দাবি অবিলম্বে রাজ্য স্বাস্থ দপ্তর এই বিষয় উদ্যোগ নিক। এখানে প্রচুর দুস্থ রোগী আছে , বলতে পারা যায় যাদের পক্ষে সম্ভব নয় বাইরে গিয়ে চিকিৎসা করাতে , তারা কি করবে? কোথায় যাবে? অবিলম্বে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হোক , এদিন এমনটাই দাবি জানান তারা।

x