শিলিগুড়ি পুর নিগমের অর্থানুকূল্যে শুভ উদ্বোধন হলো গান্ধী শ্রমিক হিন্দি বিদ্যালয়ের মিড ডে মিল – এর ভোজন কক্ষ এবং বিবেকানন্দ হিন্দি প্রাইমারী স্কুলে মিড ডে মিল – এর রান্নাঘর ও ভোজন কক্ষের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি পুর নিগমের ৬,৪৪,২৯৫.০০টাকা অর্থানুকূল্যে ২নং ওয়ার্ডের গান্ধী শ্রমিক হিন্দি বিদ্যালয়ের মিড ডে মিল – এর নবনির্মিত ভোজন কক্ষ এবং ৯,৭০,৬৫৫.০০টাকা অর্থানুকূল্যে ৩নং ওয়ার্ডের বিবেকানন্দ হিন্দি প্রাইমারী স্কুলে মিড ডে মিল – এর নবনির্মিত রান্নাঘর ও ভোজন কক্ষের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হলো । এদিন সকালে এই ঘরের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব , মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত শ্রাবণী দত্ত এবং অন্যান্য এমএমআইসিরা । এদিন মেয়র জানান ঘর না থাকলে বাচ্চাদের পক্ষে বসে খাওয়া মুশকিল। সব বাচ্চারাই স্কুলে আসলে মিড ডে মিলের অপেক্ষায় থাকে। এটা খুব ভালো কাজ হল , বাচ্চারা শান্তিতে বসে খাওয়া দাওয়া করতে পারবে। বিশেষ করে বর্ষার সময় বৃষ্টি হলে বাচ্চাদের পক্ষে মিড ডে মিল খাওয়া চরম দুষ্কর হয়ে পড়ে। এবার থেকে এই কক্ষে বসে ওরা খেতে পারবে।

এদিন এম এমআইসি মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত শ্রাবণী দত্ত জানান ওরা আমার সন্তানের মত, ওরা ভালোভাবে খেতে পারবে , এবং ওদের কোন সমস্যা হবে না এটা ভাবতেই প্রচন্ড ভালো লাগছে। আমার নিজেরও ভালো লাগছে এই দায়িত্ব পেয়ে আমি নিজে কিছুটা হলেও কাজ করতে পারছি। আর বাচ্চাদের জন্য কাজ করা সত্যি সত্যি আনন্দের। আশা করছি ভবিষ্যতে এইভাবে কাজ করে যেতে পারবো এমনটাই বললেন শ্রাবণী দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *