সিকিম চরম প্রাকৃতিক বিপর্যয়, উদ্ধার কার্যে নামলো সেনাবাহিনী
নিজস্ব সংবাদদাতা : সিকিমের প্রবল প্রাকৃতিক বিপর্যয়। ধস এবং বৃষ্টির কারণে চরম দিশাহারা এমনকি পর্যটকেরাও। এদিকে কয়েকদিন ধরে সিকিমে প্রচুর বৃষ্টিপাত শুরু হয় । বৃষ্টির সাথে সাথে নদীর জল উপরে উঠে আশায় প্রবল সমস্যাও তৈরি হয় এলাকা জুড়ে । সমস্যা সবচাইতে বেশি পর্যটকদের নিয়ে। অনেকেই রাস্তায় আটকে পড়ে । অনেকে রাস্তায় আটকে থাকায় প্রচন্ড সমস্যা পড়ে যান । হঠাৎ বৃষ্টি হওয়ায় সমস্যায় পড়ে যান গাড়ির মালিকেরাও। কোনোভাবে ফিরতে চাইছেন তারা। এই পরিস্থিতিতে উদ্ধার কার্যে নামানো হয় সেনাবাহিনীকেও। সবচাইতে বেশী সমস্যা সৃষ্টি হয় উত্তর সিকিমে। হঠাৎ করে আবহাওয়া একেবারে পরিবর্তন হয়ে যাওয়ার কারনে সমস্যায়পড়ে যান সাধারন পর্যটকরাও । মাঝে বেশ চলছিল সিকিম, এর উপরে হঠাৎ করে সমস্যা তৈরী হয়ে যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ে সাধারন মানুষের মধ্যে। সাধারন মানুষ ঝাঁপিয়ে না পড়লে সমস্যা আরও বাড়ত, বলে জানায় পর্যটকরা।

কয়েকদিন ধরে প্রবল ঝড় নেমেছে উত্তর সিকিমে। ধস এবং ঝরে বিপর্যস্ত গোটা সিকিম। পর্যটকদের মধ্যে উত্তর সিকিম বেশি জনপ্রিয়। তাই উত্তর সিকিমের বেশিরভাগ অংশই এখন পর্যটকদের দিয়ে ভরা। তাই হঠাৎ করে চলে আসা এই বিপর্যয় অনেকটাই নাড়িয়ে দিয়েছে পর্যটক এবং সাধারন মানুষদের। তবে সেনাবাহিনী দ্রুত গতিতে উদ্ধারকার্য চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং তাতে হাত লাগিয়েছে সাধারণ মানুষ। সিকিম বর্তমানে সারা বিশ্বের কাছে সমাদৃত হয়ে গেছে পর্যটনের দেশ হিসাবে। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি করে অবস্থা যাতে অনুকূলে আনা যায় সে চেষ্টা করছে সিকিম প্রশাসন।