শিলিগুড়ির জলপাই মোড়ে শুরু হল পুরসভার তরফ থেকে বিশেষ অভিযান
শিলিগুড়ি : শিলিগুড়ির জলপাই মোড়ে বিশেষ অভিযান শুরু হল পুরসভার তরফ থেকে। জানা গেছে পূর্ব নির্ধারিত নির্দেশ অনুযায়ী এদিন শিলিগুড়ি পুরসভার তরফ থেকে চালানো হয় এই বিশেষ অভিযান। এমনকি ব্যবসায়ীদের আগের থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এদিনের এই পরিকল্পনার কথা। যদিও ব্যবসায়ীদের তরফ থেকে এদিন চরম অসন্তোষ প্রকাশ করা হয় । তারা এও জানান তাদের আগাম কোন খবর না দেওয়ায় তারা সমস্যার মধ্যে পড়ে গেছেন। যদিও পুরসভার আধিকারিকেরা নিজেদের দায়িত্ব থেকে সরে আসেননি বলে দাবি করেন। তারা এও জানান তারা অনেক আগের থেকেই নির্দেশ দিয়ে দিয়েছিলেন অবৈধ নির্মাণ খালি করে দেওয়ার জন্য। বারবার বলা হলেও কোন কিছুই শুনেনি শিলিগুড়ির জলপাই মোড়ের ব্যবসায়ীরা। উল্টে তারা হুমকি দিচ্ছিলেন যদি দোকান ভাঙতে আসা হয় তবে তারা অন্য ব্যবস্থা নেবেন। এদিন প্রচুর লোক দাঁড়িয়ে যান পুরসভার অবৈধ নির্মাণকে ভাঙ্গা দেখতে। প্রচুর লোক এর প্রতিবাদও করেন।
