ধসে বিধ্বস্ত সিকিম থেকে আজ এ রাজ্যে ফিরলেন প্রায় সাতশো পর্যটক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রবল বৃষ্টির কারনে বিধ্বস্ত সিকিম।আটকে দুহাজারের বেশী পর্যটক।তার মধ্যে ফিরলেন সাতশো পর্যটক আজ ভোরে। এদের মধ্যে অনেকেরই আজ দুপুরে কিংবা বিকেলে টিকিট থাকায় তাদের চোখে মুখে ছিল প্রচণ্ডভাবে চিন্তার ছাপ। তারা জানিয়েছেন গতরাত থেকে শুধুমাত্র মেরি বিষ্কুট এবং জল খেয়ে আছেন তারা। নেমে কিছু কিনবার কোন রাস্তাই নেই।এক পর্যটক জানালেন সামনে এবং পিছনে গাড়ি কোন উপায় ছিল না আমাদের।এর উপরে রাতে প্রচণ্ড ঠান্ডা এবং হাওয়া থাকায় সমস্যা আরো বেড়ে গিয়েছিল আমাদের। এদিন সকালে যখন পর্যটকেরা শিলিগুড়িতে নামেন তখন তারা জানান গতকাল সকালে তারা রওয়ানা দিয়েছিলেন, কিন্তুু বিপদ শুরু হয়ে যায় রাস্তায়, বৃষ্টির কারনে মাটি নরম হয়ে যাওয়ায় গাড়ি উলটে যাবার সম্ভাবনা থেকে যাচ্ছিল। আমাদের গাড়ি তিন ঘন্টায় যাচ্ছিল পনেরো মিনিট। প্রচণ্ড সময় লাগছিল। আর গাড়ি চালকেরা একেবারেই আসতে আসতে গাড়ি চালাচ্ছিলেন। প্রায় তিরিশটি পরিবার যারা কলকাতা থেকে এসেছিলেন একেবারেই চিন্তায় পড়ে গিয়েছিলেন।আরো পনেরশো মানুষ আজ বিকেলের মধ্যে নামতে পারেন।আবার রাতও হয়ে যেতে পারে। অনেকেই রেলের টিকিট বাতিল করে আজ উড়ান ধরতে চলে যান। আবার অনেকেই আজ টিকিট থাকলেও তা বাতিল করে কোন আত্মীয় অথবা পরিচিতর বাড়িতে থাকবার পরিকল্পনা করে নেন।

শিলিগুড়িতে সিকিম থেকে যেসব পর্যটক এসে পৌছিয়েছেন তারা জানালেন প্রচণ্ড ঠাণ্ডায় বাইরে বের হওয়া যাচ্ছিল না। বৃষ্টির কারনে তাপমাত্রা আরো নেমে যায় সিকিমে। সিকিম থেকে বিশেষ তিনটি বাস আজ বিকেলে তিনশো পর্যটকদের নিয়ে রওয়ানা দেবে বলে জানা গেছে। মোট তিনহাজার যাত্রী আটকে ছিলেন সিকিমে।তার মধ্যে অর্ধেক এসে পৌছিয়েছেন সমতলে।জানা গেছে যদি আবহাওয়ার অবনতি ঘটে তবে সেনাবাহিনী নামাতে পারে সিকিম সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *